26 C
Dhaka
মে ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক

মুম্বাই বিমানবন্দরে বোমা আতঙ্ক, টার্মিনাল খালি

বোমা হামলার হুমকি পাওয়ার পর মুম্বাই বিমানবন্দর খালি করে দেয়া হয়েছে। স্থানীয় সময় সকাল এগারোটায় এমন হুমকি পায় বিমানবন্দরের কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার দুপুরের আগে আগে এমন বোমা হামলার হুমকি আসে। হুমকি আসার পর বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কর্মকর্তারা বিমানবন্দরের দুই নাম্বার টার্মিনাল খালি করে দেয়। তবে নির্দিষ্ট কোন স্থানে হামলা করা হবে এমন তথ্য পায়নি কেউই।

মুম্বাই বিমানবন্দরের একজন কর্মকর্তা এমন তথ্য জানান। তিনি বলেন, বোমা হামলার হুমকি আসার পরপরই জরুরিভিত্তিতে বিমানবন্দর এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়। তারপর টার্মিনাল বন্ধ করার সিদ্ধান্ত নেয় ‘বোমা থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘আনুমানিক সকাল ১১টার দিকে একটি ফোন আসে। ফোনে হুমকি দিয়ে বলা হয়, আগামী বারো ঘন্টার মধ্যে আন্তর্জাতিক টার্মিনালে একটি বোমা বিস্ফোরিত হবে। তারপরই বিভিন্ন এয়ারলাইন্সের দফতর, আগমণ ও প্রাক-বহির্গমণ এলাকাগুলো খালি করে ফেলা হয়।

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

banglarmukh official