মোটরসাইকেলের তেলের ট্যাংকির মধ্যে অভিনব কায়দায় পাচারের সময় ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ সুমন রহমান (২৬) ও ওমর ফারুক (৩৪) নামে দুই মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
রবিবার দুপুরে বেনাপোলের পুটখালি সীমান্তের মসজিদ বাড়ি বিজিবি চেকপোস্টের সামনে থেকে তাদের আটক করে বিজিবি।
আটক সুমন রহমান বেনাপোল পোর্ট থানার পুটখালী পশ্চিম পাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও ওমর ফারুক একই গ্রামের কলুপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দুইজন মাদক পাচারকারী মোটর সাইকেল করে ফেন্সিডিল নিয়ে যাবে। এমন খবরে পুটখালি বিজিবি‘র একটি টহলদল মসজিদ বাড়ি বিজিবি চেকপোস্টের সামনে থেকে তাদের মোটর সাইকেল গতিরোধ করে আটক করা হয়। পরে মটর সাইকেলের তেলের ট্যাংকির মধ্যে অভিনব কায়দায় রাখা ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলসহ আটককৃত আটক দুই আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।