মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের খেলোয়াড়দের যাতায়াতের জন্য একটি নিশান এসি কোস্টার বাস উপহার দিয়েছে ইউনাইটেড গ্রুপ।
সোমবার ক্লাব কর্মকর্তাদের কাছে নতুন এ বাসটি হস্তান্তর করেছেন ইউনাইটেড পাওয়ার ডিভিশনের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মো. আব্দুল মুবীন।
এ সময় ইউনাইটেড গ্রুপের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ ব্যবস্থাপনা পরিচালক মঈনউদ্দীন হাসান রশীদ, পরিচালক ফরিদুর রহমান খান ও মালিক তালহা ইসমাইল বারি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি চৌধুরী মফিজুর রহমান ও জিএম মেজর এ এন এম শহিদুল আলম উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডাইরেক্টর ইন-চার্জ মো. লোকমান হোসেন ভূঁইয়া ,পরিচালক জাকারিয়া পিন্টু, হানিফ ভূঁইয়া, সারওয়ার হোসেন, স্থায়ী সদস্য রেজাউর রহমান সোহাগ, জামাল রানা, কামরুল হাসান চৌধুরী ও এ কে এম কামরুজ্জামান হিরু।