ঝালকাঠির রাজাপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫ টন (৫ হাজার ২শ’ কেজি) নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
এসময় ওসমান গণি নামের এক পলিথিন ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
ওসমান গণি উপজেলার কেওতা ঘিগড়া গ্রামের মৃত আশ্রাব আলীর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে ওসমান গণির বাড়ির সামনের খালে রাখা একটি ট্রলার থেকে পলিথিনগুলো জব্দ করা হয়।
বরিশাল র্যাব-৮এর এএসপি মুকুর চাকমা জানান, ওসমান গনি দীর্ঘ ৪ বছর ধরে ঢাকা থেকে নদী পথে পলিথিন এন দক্ষিণাঞ্চলের বিভিন্ন বাজারে পাইকারি বিক্রি করে আসছিলো। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ির সামনে খালে রাখা একটি ট্রলার থেকে ৫ হাজার ২শ’ কেজি পলিথিন জব্দ করা হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান শাহারিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ওসমান গণিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অবৈধ পলিথিন ধ্বংসের নির্দেশ দেন।