26 C
Dhaka
জুলাই ১০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ রাজণীতি

শেখ মুজিব শুধু বঙ্গবন্ধু নন, তিনি বিশ্ববন্ধু: তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহেমেদ এমপি জাতীর জনক শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করে বলেছেন, তিনি বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু ছিলেন। যার জন্য তিনি শুধু বঙ্গবন্ধু নন, তিনি বিশ্ববন্ধু।

আজ বুধবার বিকেলে ভোলা পুলিশের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ একথা বলেন। ভোলা জেলা পুলিশের আয়োজনে ভোলা পুলিশ লাইনে এ সমাবেশ ও বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, আমরা আজ উন্নয়নশীল দেশ ইতোমধ্যে প্রবেশ করেছি। আমাদের মাথা পিছু আয় ১৯০৯ ডলার হয়েছে। আমারে জিডিপি গ্রোথ ৮.০১ শতাংশ হয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি। যে বাংলাদেশকে এক সময় তুচ্ছ-তাচ্ছিল্ল করা হতো সে বাংলাদেশ আজ বিশ্বে বিস্ময়কর উত্থান।

তিনি আরো বলেন, ২০২০ সাল বঙ্গবন্ধুর শতবার্ষিকী ও ২০২১ সালে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি। তাই আমরা আগামী একবছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করবো।

ভোলা জেলা পুলিশ মুপার মো. মোকতার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মোখলেছুর রহমান। এ সময় নারী ও পুরুষের বিভিন্ন ইভেন্টে বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয় এবং পরে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকি, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official