33 C
Dhaka
জুলাই ১৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

শেবাচিমে অন্তঃবিভাগ চিকিৎসক পরিষদ গঠন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অন্তঃবিভাগ চিকিৎসক পরিষদ’র কমিটি গঠন করা হয়েছে। ডা. সুদীপ কুমার হালদারকে সভাপতি ও ডা. আশিক দত্ত কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে মোট ১৮ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৫ মার্চ ২০২০ ইং) এ কমিটি ঘোষনা করা হয়।

পরিষদের নির্দেশনায় রয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল¬াহ। শেবাচিম হাসপাতাল পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন ও কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অসিত ভ’ষণ দাস এ পরিষদের অনুমোদন দিয়েছেন। এ উপলক্ষে রোববার নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দ পরিচালক ও অধ্যক্ষসহ উপদেষ্টা মন্ডলীর সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রম শুরু করেন। ১৮ সদস্যের এ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোঃ শাহ্ আলম ও ডা. শাহাদাৎ হোসেন জুয়েল। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ডা. শিরীন সাবিহা তন্বী।

এছাড়া যুগ্ম সম্পাদক হয়েছেন ডা. মাসুদ খান ও ডা. আরমান হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা. হাফিজ আহমেদ ফাইয়াজ, দপ্তর সম্পাদক ডা. দীপন কুমার দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. চিরঞ্জীব সিনহা পলাশ, শিক্ষা ও বিজ্ঞান সম্পাদক ডা. মানবেন্দ্র দাস, সমাজ সেবা সম্পাদক ডা. মুনিরুজ্জামান মুনির, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পদাক ডা. লুৎফুন নাহার লনি।

পরিষদের কার্যকারী সদস্য নির্বাচিত হয়েছে ডা. অপূর্ব কুমার চৌধুরী, ডা. ¯িœগ্ধা চক্রবর্তী, ডা. মোঃ আরিফ হোসেন, ডা. ফয়সাল আহমেদ ও ডা. মাজহারুল রেজোয়ান রেজা।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন এই পরিষদের প্রধান উপদেষ্টা। উপদেষ্টা মন্ডলীর মধ্যে অনান্য সদস্যরা হলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসিত ভ’ষন দাস, সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জহিরুল হক মানিক, অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহবুব মোর্শেদ রানা।

পরিষদের সভাপতি ডাক্তার সুদীপ কুমার দাস জানান, এই কমিটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের স্বার্থ সংরক্ষণ সহ রোগীদের কল্যাণে কাজ করে যাবে। তিনি বলেন, বর্তমানে আমাদের হাসপাতালে চিকিৎসক সংকট। তবুও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের সঠিক দিক নির্দেশনায় সল্প সংখ্যক চিকিৎসক নিয়ে আমরা আমাদের রোগী সেবা করে যাচ্ছি।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official