26 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল রাজণীতি

সমর দাসের অকাল প্রয়ানে স্বরন সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যান প্রতিমন্ত্রী ও বিসিসি মেয়র

আজ বিকেল ৩ ঘটিকায় সদর রোডস্থ (সোহেল চত্তর) আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে, বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগ এর আয়োজনে, ৯০ দশক এর ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রামে অংশ নেয়া, সাবেক বরিশাল কলেজ ছাত্রলীগ কমিটির সাধারন সম্পাদক,সাবেক ল’কলেজ ছাত্র সংসদের নাট্যবিষয়ক সম্পাদক ও সাবেক মহানগর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক প্রয়াত সাবেক ছাত্রলীগ নেতা সমর দাস অকাল প্রয়ানে স্বরন সভা অনুষ্ঠিত হয়।

ছবি: বাংলার মুখ।

উক্ত স্বরন সভার প্রধান অতিথি ছিলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান প্রতিমন্ত্রী-ডাঃমুরাদ হাসান (এমপি)ও সমর দাসের স্বরন সভার প্রধান আলোচক, বরিশাল মহানগর আওয়ামীলীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্।

সমর দাস এর স্বরন সভার প্রধান অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন,সমর দাস ঢাকা বার্ডেম হসপিটালে চিকিৎসা দিন অবস্থায় তাকে দেখতে প্রতিমন্ত্রী হসপিটালে যান ও তার চিকিৎসার খোজ খবর নিয়েছিলেন। আলোচক বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ্ তার বক্তব্যে সমর দাসের কথা বলতে গিয়ে,কান্নায় ভেঙ্গে পরেন, চোখের জলে স্বৃত্বি চারন রত মেয়র সাদিক আবদুল্লাহ্ বলেন, সমর দাস ছিলেন দলের ত্যাগি ও আবেগি কর্মী সমর এর মতো ছাত্রলীগের কর্মী বরিশালের মাটিতে আর কোনোদিন জন্মাবেনা।সমর দাস এর ছোটো ভাই পাপ্পা দাস তার বক্তব্যে বলেন,বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ ভাই সমর এর মৃত্যুর সংবাদ শুনে,সমর এর মরদেহের পাশে কান্নায় ভেঙে পরেন,সিটি মেয়র এর চোখের জল যেনো,সমর এর রাজনীতির জীবনের সর্বোচ্চ প্রাপ্তি হয়ে রইলো। সমর দাসের পরিবারের পক্ষ হইতে পাপ্পা দাস, সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে সাবেক বরিশাল কলেজ ভিপি মহানগর আওয়ামীলীগ সাধারন সম্পাদক একেএম জাহাঙ্গীর,সাবেক বরিশাল কলেজ জিএস আফজালুল করিম,সাবেক বাকসু ভিপি আনোয়ার হোসেন,সমর দাশের রাজনৈতিক জীবনের স্বৃত্বিচারন করেন ৯০দশকের রাজপথ কাঁপানো ছাত্রনেতা সাবেক জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক তারিক বিন ইসলাম,সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি মেজবাহ উদ্দিন জুয়েল, সাবেক ল-কলেজ ভিপি,৭নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম খোকন,সাবেক শহর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চুন্নু,জেলা যুবলীগ সভাপতি জাকির হোসেন, সাবেক বরিশাল কলেজ সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন ফিরোজ ও সাবেক বরিশাল কলেজ ভিপি ফরহাদ বিন জাকির সহ সাবেক মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে মিজানুর রহমান মিজান, মিলন ভুইয়া,ফাতেমা মমতাজ মলি, তৌহিদুর রহমান সাবিদ,জিয়াউর রহমান,গোলাম সরোয়ার রাজিব ও উজ্জল সহ অন্যান্য নেতৃবৃন্দ বর্তমান মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম ও ছাত্র নেতা রইজ আহম্মেদ মান্না।

উক্ত স্বরন সভায় -৯০এর দশকের বহু ছাত্রলীগ নেতা কর্মীর উপস্থিতি ছিলো চোখে পরার মতো,সকলের চোখের কোনেই ছিলো কস্টের কান্না মেশানো জ্বল।

উক্ত স্বরন সভার সঞ্চালন করেন, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক ও সভাপতিত্ব করেন হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত।

সম্পাদনায়: মুহা:পলাশ চৌধুরী।

প্রকাশক ও সম্পাদক

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official