এপ্রিল ২৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা নারী ও শিশু প্রশাসন

সিএনজিকে চাপা দিয়ে ৩ জনের প্রাণ নিল বাস

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সিএনজি অটোরিকশাকে চাপা দিয়ে দুই নারীসহ তিনজনের প্রাণ কেড়ে নিয়েছে ‘সুগন্ধা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস।

এ সময় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত দুই নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত একজনের নাম রাকিবুল ইসলাম সাকিব। তিনি নোয়াখালী কলেজের শিক্ষার্থী।

শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার একলাশপুর বাজারের প্রধান সড়ক রশিদ কোম্পানির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ মোল্লা বলেন, শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার একলাশপুর বাজারের প্রধান সড়কে একটি যাত্রীবাহী সিএনজিকে চাপা দেয় সুগন্ধা পরিবহন। এতে সিএনজি দুমড়েমুচড়ে দুই নারীসহ তিনজন নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তিনজনের মধ্যে পুরুষ যাত্রীর নাম জানা গেলেও দুই নারীর নাম জানা যায়নি।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ আনোয়ারুল আজিম বলেন, তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। একই সঙ্গে আহত অবস্থায় তিনজনকে আনা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official