27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল রাজণীতি

সুকান্ত বাবু শিশু হাসপাতাল নির্মানে ধীরগতীতে ক্ষোভ স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বরিশালে নির্মানাধীন দুইশ শয্যা বিশিষ্ট শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল নির্মান কাজে ধীরগতির কারনে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান-এমপি।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকায় শিশু হাসপাতালের নির্মান কাজ পরিদর্শনে গিয়ে ঠিকাদার ও গণপূর্ত বিভাগের কর্মকর্তাদেও প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে সাথে নিয়ে নগরীর কালিবাড়ি রোডে মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শনে যান।

সেখান থেকে জেনারেল (সদর) হাসপাতাল ও পরে আমানতগঞ্জ বক্ষব্যাধী হাসপাতাল সংলগ্ন নির্মানাধিন ২শ শয্যার শিশু হাসপাতাল নির্মান কাজের পরিদর্শন করেন।

এসময় শিশু হাসপাতাল নির্মান কাজে ধীরগতী দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। ২০১৭ সালে শুরু হওয়া এই হাসপাতাল ভবন নির্মানের মেয়াদ শেষ হলেও ২০ ভাগ কাজও শেষ না করায় ঠিকাদার ও গণপূর্ত বিভাগকে ভৎসনা করেন তিনি।

বিশেষ করে দলীয় লোক হয়েও নির্মান কাজে গাফেলতির কারনে শিশু হাসপাতাল বাস্তবায়নকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুর প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান-এমপি সাংবাদিকদের বলেন, ১৫ই আগস্ট শহীদ সুকান্ত বাবু’র নামে ২ একর জমিতে ১০ তলা ফাউন্ডেশনে ৪ তলা বিশিষ্ট শিশু হাসপাতাল নির্মান কাজ শুরু হয় ২০১৭ সালে। কিন্তু নির্মান কাজের মেয়াদ শেষ পর্যায় আসলেও কাজের কোন অগ্রহতী নেই।

প্রতিমন্ত্রী বলেন, শিশু হাসপাতালটি যেখানে নির্মান হচ্ছে সেখানে একটি পুকুর ছিলো। নানা জটিলতার কারনে সেটা ভরাট করতে এক বছরের মত সময় লেগেছে। তাছাড়া পূর্বে যে প্লান ছিলো সেখানে পার্কিং এর জায়গা ছিলোনা। তাই পরে আবার প্লান পরিবর্তন করা হয়। ঠিকাদার ও গণপূর্ত বিভাগের দাবী অনুযায়ী এসব কারনেই নির্মান কাজ সম্পন্ন করতে বিল¤œ হয়েছে। তবে আমি চীফ আর্কিটেক এর সাথে কথা বলেছি। যাতে দ্রুত শিশু হাসপাতাল নির্মান কাজ সম্পন্ন করা হয় সে জন্য।

এদিকে দুপুর পৌনে ১টার দিকে প্রতিমন্ত্রী বাকেরগঞ্জ উপজেলার কবিরকাঠি কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। পরে দুপুর আড়াইটায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন। পরে মেডিকেল কলেজ কনফারেন্স রুমে চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা করেন প্রতিমন্ত্রী।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official