ইউক্রেন রকেট হামলায় নিহত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের নিহত নাবিক হাদিসুরের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কদমতলা গ্রামের হাওলাদার বাড়িতে শোকাহত স্বজনদের সমবেদনা জানাতে ছুঁটে আসেন বরগুনা পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক।
আজ বৃহস্পতিবার ( ১০ মার্চ) দুপর সোয়া ১ টায় তিনি হাদিসুরের বাড়িতে পৌঁছেন। এ সময় হাদিসুরের চাচা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান ও হাদিসুরের বড় বোন সিনিয়র ষ্টাফ নার্স সানজিদা ইসলামসহ অন্য স্বজনদের সাথে কথা বলেন। এসময় বোন সানজিদা’র হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক বলেন, এ মার্মান্তিক মৃত্যুতে শোক ও সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই। তবুও রাষ্ট্রের একজন সেবক হিসেবে ও মানবতার টানে শোকাহত পরিবারকে সমবেদনা জানানোর জন্য এখানে এসেছি।
জেলা পুলিশের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার হাত প্রসারিত ও অব্যাহত থাকবে। ‘বেতাগী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. শাহআলম হাওলাদার, এছাড়া বিভিন্ন গণমাধ্যমেরকর্মীরা উপস্থিত ছিলেন।


















