Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় শিক্ষার্থীদের মার্চপাস্ট-র‌্যালি বন্ধের নির্দেশ

স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় দেশের সব মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মার্চপাস্ট ও র‌্যালি বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৮ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসেন স্বাক্ষরিত নির্দেশনা অধিদপ্তরের সব উপ-পরিচালক, সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, সব জেলা শিক্ষা অফিসার ও উপজেলা/থানা শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সব মাধ্যমিক বিদ্যালয়ে করোনা পরিস্থিতির কারণে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ আছে। কিন্তু ইতোমধ্যে কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের অংশগ্রহণে মার্চপাস্ট ও র‌্যালির আয়োজন করছে মর্মে কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হয়েছে। যা এ মুহূর্তে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ।

‘এমতাবস্থায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে- এমন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ’

গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণের পর ১৮ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়া মার্চপাস্ট, র‌্যালি বা এ ধরনের সব সহশিক্ষা কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে।

আগামী ৩০ মার্চ স্কুল-কলেজ এবং ২৪ মে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সরকার সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে বলে আভাস পাওয়া গেছে।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official