26 C
Dhaka
মে ৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা

আগুনে ঘরের সব মালামাল পুড়ে ছাই, অক্ষত পবিত্র কোরআন

আরিফুর রহমান, নলছিটি।। ঝালকাঠির নলছিটির কুশঙ্গল ইউনিয়নের ফয়রা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি বসত ঘর পুড়ে গেছে। তবে, এতে ঘরের সব মালামাল পুড়ে গেলেও ঘরে থাকা পবিত্র কোরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

শনিবার ( ২৭ মার্চ) দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনায় ৩টি বসত ঘরে সব মালামাল সহ দলিল পুড়ে যায়।

এলাকাবাসী, ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, বেলা ১টার দিকে ফয়রা গ্রামের সত্তার বেপারীর ২ টি বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার পর স্থানীয়রা নলছিটি ফায়ার সার্ভিসকে খবর দেয়। তবে গ্রামের অপ্রশস্ত রাস্তা দিয়ে ফায়ার সার্ভিস গাড়ি নিয়ে পৌঁছতে পারে না। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।

পরে তা পাশের উজ্জ্বল বেপারীর ঘরে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুন নেভানোর কাজে অংশগ্রহণকারী উমর আলী(৩০) সালাম (৫০) আহত হন। বর্তমানে তাঁরা কুশঙ্গল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। তিনি ক্ষতিগ্রস্থদের উপজেলা প্রশাসন থেকে আর্থিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এছাড়াও নলছিটি থানার এসআই আজিজুর রহমান ও এএসআই মো. নাসিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে কুশঙ্গল ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সিকদার জানান, আমি খবর পেয়ে এসে দেখি সব পুরে ছাই হয়ে গেছে, আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদের সহযোগিতা করবো ।
##
আরিফুর রহমান আরিফ
নলছিটি(ঝালকাঠি) প্রতিনিধি
০১৭৩৯৫৪৮২২৫

সম্পর্কিত পোস্ট

রাতে দেশের প্রধান দুই শহরে অগ্নিকাণ্ড

banglarmukh official

বরিশালে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৪

banglarmukh official

বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৭

banglarmukh official

কাভার্ডভ্যানচাপায় আটোরিকশার ৫ যাত্রী নিহত

banglarmukh official

বাগেরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

banglarmukh official

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ৩২৮ জন নিহত

banglarmukh official