পটুয়াখালীর গলাচিপায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ তিন লক্ষ টাকা মূল্যের অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা মৎস্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। রবিবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল বুড়াগৌরাঙ্গ , রামনাবাদ, আগুনমুখাসহ বিভিন্ন এলকায় অভিযান শুরু করে।
অভিযানের খবর পেয়ে জেলেরা নদীতে পুঁতে রাখা অবৈধ বেহেন্তি জাল, চরগড়া জাল ও বাদা জাল ফেলে পালিয়ে যায়। কোস্টগার্ডের সদস্যরা ৯ টি জাল জব্দ করেন। পরে গলাচিপা পৌরসভার ফেরীঘাট এলাকায় জনসাধারণের উপস্থিতিতে নদীতে পেতে রাখা অবৈধ জালগুলো আগুন দিয়ে ধ্বংস করা হয়।