চাল চুরি,ভূমি দস্যুতা,ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন ও ইট ভাটা কেলেঙ্কারির পরে এবার জেলে কার্ড বিতরনে অনিয়মের অভিযোগ উঠেছে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরে আলম বেপারী’র বিরুদ্ধে।
জানাযায়, জেলে কার্ড বিতরনে অনিয়মের প্রতিবাদ করায় এক জেলেকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে কেদারপুর ইউনিয়নের বির্তকিত চেয়ারম্যান নুরে আলম বেপারি। এসময় জগের আঘাতে নুরে আলম বেপারির মাথা ফেটে যায় বলে নিশ্চিত হওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল সকালে ইউনিয়নের স্টীমার ঘাট বাজারে জেলে কার্ড বিতরনের সময়। ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা গুরুত্বর আহ্ত জেলে বাবুল বেপারি এখন শের-ই-বাংলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীরা জানায়,ইউনিয়নের অধিকাংশ প্রকৃত জেলেরাই মৎস্য কার্ড পায় নি। কার্ড বিতরনে স্বজন প্রীতির অভিযোগও পাওয়া গেছে একাধিক।
সূত্র জানায়, স্টীমার ঘাট বাজার এলাকায় প্রকৃত ৭/৮ জন জেলে থাকলেও তারা জেলে কার্ড পায়নি। অথচ ওই এলাকায় ৪০টির অধিক জেলে কার্ড বিতরন করা হয়েছে। মোল্লার হাট এলাকায় নাম প্রকাশ না করার শর্তে এক বৃদ্ধা জানায়, যারা জেলে কার্ড পেয়েছে তাদের অর্ধেকই জেলে নয়। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান বলেন, তেমন কোন ঘটনা ঘটেনি তবে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে।
উল্লেখ্য রিপোর্ট লেখার আগ পর্যন্ত আহত বাবুল বেপারির জ্ঞান ফেরেনি বলে জানিয়েছে তার পূত্র আরিফ হোসেন।