বুধবার , ৯ মার্চ ২০২২ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

ঝালকাঠিতে শিশুর আঙুল কামড়ে নেওয়ার দায়ে চাচির কারাদণ্ড

প্রতিবেদক
banglarmukh official
মার্চ ৯, ২০২২ ১১:০১ অপরাহ্ণ

শিশুর আঙুল কামরে নেওয়ার দায়ে ওই শিশুর চাচি শিউলি বেগমকে (৩৪) ২ বছরের সশ্রমকারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের দণ্ডাদেশ দিয়েছেন ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তবে শিউলি বেগমের স্বামী মো. ইসাহাক আকনকে খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার বিচারক মো. পারভেজ শাহরিয়ার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত শিউলি বেগম রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের ইছা আকনের স্ত্রী।

২০১৯ সালের ১২ জানুয়ারি সকাল ৯টায় ২ ভাইয়ের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধের সূত্রে মারামারির ঘটনা ঘটে। এ সময় মরিয়ম বেগমকে শিউলি বেগম মারধর করাকালিন মরিয়ম বেগমের ছেলে ঠেকাতে আসলে শিউলি বেগম তার ডান হাতের অনামিকা আঙুলটি কামড়ে মাংস তুলে নেয়।

এরপর মরিয়ম বেগম বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম ২০১৯ সালে ২৮ ফেব্রুয়ারি শিউলি বেগম ও তাঁর স্বামী মো. ইসাহাক আকনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে এই রায় দিয়েছেন।

সর্বশেষ - জাতীয়