ঘরের মাঠ রাজিব গান্ধী স্টেডিয়ামে খেলতে নেমে টসভাগ্যের সাহায্য পায়নি সানরাইজার্স হায়দরাবাদ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান রয়্যালস। অর্থাৎ হায়দরাবাদ প্রথমে বোলিং করবে।
হায়দরাবাদ আর রাজস্থান দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। আজ তাই দুই দলেরই লক্ষ্য জয়।
এমন এক ম্যাচে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে একাদশের বাইরে রেখে দিয়েছে হায়দরাবাদ। কেন উইলিয়ামসন দলে ফেরায় সাকিবের কপাল পুড়েছে। এছাড়া দীপক হুদার বদলে হায়দরাবাদ একাদশে এসেছেন শাহবাজ নাদিম। রাজস্থান একাদশ অপরিবর্তিত আছে।
হায়দরাবাদ একাদশ : ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিজয় শঙ্কর, মনিশ পান্ডে, ইউসুফ পাঠান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, শাহবাজ নাদিম, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কাউল।
রাজস্থান একাদশ : আজিঙ্কা রাহানে (অধিনায়ক), জস বাটলার, স্টিভেন স্মিথ, সঞ্জু স্যামসন, বেন স্টোকস, রাহুল ত্রিপাথি, কে গৌতম, শ্রেয়াস আয়ার, জোফরা আর্চার, জয়দেব উনাদকাত, ধাওয়াল কুলকার্নি।