নেপালের কাঠমাণ্ডুতে ইউএস-বাংলার বিএস২১১ ফ্লাইট বিধ্বস্তের ঘটনায় তদন্ত সাপেক্ষে সব কিছু জানা যাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল।
দুর্ঘটনার বিষয়ে মঙ্গলবার (১৩ মার্চ) সন্ধ্যায় নেপালে সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্ন করলে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমি এখন হাসপাতালে যাচ্ছি। যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের দেখবো, খোঁজ খবর নেবো।
ককপিটের ভয়েস রেকর্ডার থেকেই সব জানা যাবে। মরদেহগুলো কিভাবে নিয়ে যাওয়া যাবে সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় যোগাযোগ রাখছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।