শনিবার , ১২ মার্চ ২০২২ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

নির্যাতনের ভয়ে সাবেক মেজরের ঘর পালানো কিশোরী উদ্ধার

প্রতিবেদক
banglarmukh official
মার্চ ১২, ২০২২ ১০:২৯ পূর্বাহ্ণ

বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাঘিয়া এলাকায় আরিফ মোল্লা নামের এক রিকশা চালকের ঘর থেকে মীম (১৫) নামে একজন গৃহকর্মী উদ্ধার করেছে পুলিশ। সে নগরীর কলেজ রোড এলাকায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজরের বাড়ি থেকে নির্যাতনের ভয়ে পালিয়ে আসে বলে অভিযোগ কিশোরীর।

নির্যাতনের শিকার মীম পঞ্চগড়ের দেবীরগঞ্জ থানাধীন তুলশি গ্রামের মৃত অরেনের মেয়ে। বাবা মা হারা মীমকে ঢাকায় থাকতে তার চাচা স্বপন অবসরপ্রাপ্ত মেজর আকিমুল ইসলাম বাড়িতে কাজে দেন।

মেজর আকিমুল ইসলাম বাড়ি রাজশাহী। স্ত্রী শিমু ও ২ সন্তান নিয়ে বরিশাল নগরীর কলেজ রোডের একটি ভাড়া বাসায় থাকেন। অবসরপ্রাপ্ত মেজর আকিমুল ইসলাম বর্তমানে নগরীর ওষুধ কোম্পানি ক্যামিস্ট ল্যাবরেটরিজের সিইও হিসেবে কর্মরত।

উদ্ধার হওয়া মেয়েটি বর্তমানে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছেন বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশেল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিমুল করিম। তবে গৃহপরিচারিকা মীম মানসিকভারসম্যহীন বলে মন্তব্য করেছেন অভিযুক্ত আকিমুল ইসলাম।

উদ্ধার হওয়া মীম অভিযোগ করেছেন, ‘প্রতিদিন রুটি বানানোর কাঠের বেলন, লোহার রড ও খুনতি দিয়ে সাবেক মেজরের স্ত্রী শিশু তাকে মারধর করতো। এছাড়া ঠিকভাবে খেতে এবং ঘুমাতেও দিত না। কোনদিন ঠিকভাবে ঘুমাতেও পারেনি। সারাদিন খাবার না দিয়ে কাজ করাতো। এর আগে আরো একজন গৃহকর্মীকে মারধর করে বাসা থেকে তাড়িয়ে দেয় ওই বাসার গৃহকর্তা ও গৃহকর্তী।

রিকশা চালক আরিফ মোল্লা জানান, আমি মীমকে বিএম কলেজ এলাকায় দেখতে পাই। সেখান থেকে আমি ওর সব ঘটনা শুনে আমার বাসায় নিয়ে আসি। এরপর গত রাত থেকে সে আমার স্ত্রীর কাছে ছিলো। স্থানীয়রা এয়ারপোর্ট থানায় জানালে সকালে থানা থেকে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

বরিশাল সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ বলেন, বিষয়টি দুঃখ জনক। আমি ঘটনাটি শুনে পুলিশকে খবর দেই। আশা করি অপরাধি শাস্তির আওতায় আসবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে গৃহকর্তা অবসরপ্রাপ্ত মেজর ও ক্যামিস্ট ল্যাবরেটরিজ লিমিটেডের সিইও আকিমুল ইসলাম বলেন, মীমের মানসিক সমস্যা আছে। তাই এসব কথা বলছে। এসব অভিযোগ মিথ্যা।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম বলেন, এয়ারপোর্ট থানা পুলিশ মীমকে উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। গৃহপরিচারিকা মীমকে বর্তমানে কোতোয়ালি মডের থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। সেখান থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - জাতীয়