স্টাফ রিপোর্টার//
পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ মার্চ) দুপুর আড়াইটায় লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের পুকুরে পানিতে ডুবে ফয়জুল করিম (৮) এক স্কুল ছাত্রের মৃত্যু হয়। সে একই গ্রামের রাজ্জাক মুসুল্লীর ছেলে।
একদিন বেলা দেড়টায় মহিপুর ইউনিয়নের নজিপুর গ্রামে সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে সারা মনি নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে একই গ্রামের রাসেল প্যাদার মেয়ে।
পৃথক এ দূর্ঘটনায় দুই শিশুকেই স্বজনেরা উদ্ধার করে কুয়াকাটার তুলাতলী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।