26 C
Dhaka
জুলাই ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা প্রশাসন

পটুয়াখালীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি জেলে নিখোঁজ, আহত ২

নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে ঢাকা-কালাইয়াগামী একটি দোতালা লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবিতে জুয়েল বয়াতী (৩৫) নামে এক জেলে নিখোঁজ এবং নাজমুল ও নাহিদ নামের অপর দুই জেলে গুরুতর আহত হয়েছেন। তাদের বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, বন্ধন-৫ নামের একটি দোতালা লঞ্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সদরঘাট থেকে বাউফলের কালাইয়ার উদ্দেশে ছেড়ে আসে। লঞ্চটি ওই দিন দিবাগত ভোর রাত ৪টার দিকে কেশবপুর ইউনিয়নের মুন্সীর ঘাটের কাছে বড় নদীতে প্রবেশকালে একটি মাছ ধরার ট্রলারের ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে ট্রলারটি ভেঙে নদীতে ডুবে যায়। এসময় ওই ট্রলারে জেলে জুয়েল বয়াতী, দশম শ্রেণির ছাত্র নাজমুল বয়াতি ও নাহিদ বয়াতি অবস্থান করছিলেন।

লঞ্চের ধাক্কায় নাজমুল ও নাহিদ গুরুত্ব আহত হন। তারা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শুক্রবার দুপুর সোয়া ১টা, এ রিপোর্ট লেখা পর্যন্ত জুয়েল বয়াতীর নিখোঁজ রয়েছেন। আহত দুইজনকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নিখোঁজ জুয়েল বয়াতীর বাবা আলী হোসেন বয়াতী বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু জানান, নিখোঁজ জুয়েল বয়াতীর সন্ধানে তেঁতুলিয়া নদীতে অভিযান চলছে। জুয়েল বয়াতীর স্ত্রী ও তিন সন্তান রয়েছে। তাদের বাড়িতে শোকের মাতম চলছে।

বন্ধন-৫ দোতালা লঞ্চটি বর্তমানে কালাইয়া ঘাটে অবস্থান করছে। শুক্রবার বিকাল ৪টায় ঢাকার উদ্দেশে লঞ্চটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত পোস্ট

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official

দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের যে বার্তা দিলেন সেনাপ্রধান

banglarmukh official

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই: আইজিপি

banglarmukh official

১২ পুলিশ সুপারকে বদলি

banglarmukh official

মামলা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে এসআই প্রত্যাহার

banglarmukh official