নিউজ ডেস্ক:
বরগুনায় এক হাজার ১২৭ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (০৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ।
ওসি হারুন-অর-রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের ছোট পোটকাখালী এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করে ডিবি পুলিশ। সেসময় তাদের কাছ থেকে এক হাজার ১২৭ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটকরা হলেন ওই এলাকার খলিল গাজীর ছেলে জহিরুল ইসলাম ও রুস্তুম মুসুল্লির ছেলে আব্দুর রহমান। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।