বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন এই শ্লোগান নিয়ে বরিশালে নানা আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
আজ রবিবার সকাল ৮টায় অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
জেলা আওয়ামীলীগ এর পক্ষে সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস সহ জেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্বাঞ্জলী অর্পণ করে।
এর পরই প্রতিকৃতিতে শ্রদ্বা নিবেদন করেন বরিশাল মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাড,গোলাম আব্বাস চৌধুরী দুলাল,সাধারন সম্পাদক এ্যাড, একে এম জাহাঙ্গীর হোসাইন,যুগ্ম সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।
পরে প্রর্যায়েক্রমে যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্বা সেক্টর কমান্ডার, বরিশাল আইনজীবী সমিতি,বরিশাল বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ,জেলা ও মহানগর যুক্ষলীগ, জেলা ও মহানগর মহিলালীগ,স্বোচ্ছাসেবকলীগ,জাতীয় শ্রমীকলীগ,বরিশাল শিক্ষক পরিষদ,বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ অনান্য সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃস্থানীয়রা।
সকাল ১১টায় শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে স্থাপিত জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পাঘ অর্পন করেন প্রেস ক্লাবের সংবাদ কর্মী সদস্যরা।
এছাড়া বিকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অয়োজনে অশ্বিনী কুমার টাউন হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি সৈয়দ দুলালের সভাপতিত্বে আলোচনা পর্বে এখানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখবেন পানি সম্পদ মন্ত্রলয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম,সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্,আলোচক হিসাবে বক্তব্য রাখবেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তি ও সিনিয়র সাংবাদিক এ্যাড, মানবেন্দ্র বটব্যাল। অনূষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সাধারন সম্পাদক স্নেহাংশ বিশ্বাষ।