বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ, ১১ নং ওয়ার্ড, বরিশাল মহানগর এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। আজ ১৭ই মার্চ বৃহস্পতিবার সকালে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক আতিকুর রহমান মুন্না,বরিশাল জেলা শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক এস এম হুমায়ুন কবির মোতালেব,বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ বরিশাল মহানগর সভাপতি মুহাঃ পলাশ চৌধুরী ও জাহিদ হোসেন,হাজি সোহেল,সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি এ্যাড, একেএম জাহাঙ্গির হোসাইন,সাধারন সম্পাদক বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ দলীয় নেতৃবৃন্দ জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে শ্রদ্ধা নিবেদন করে।এছাড়াও শ্রদ্ধা নিবেদন করে বরিশাল জেলা ও মহানগর শ্রমিক লীগ,কৃষক লীগ,মহিলা আওয়ামী লীগ,বরিশাল আইনজীবী সমিতি,জেলা ও মহানগর যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।
অপরদিকে মহাত্মা অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ম বরিশাল সাংস্কৃতি সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃর্তিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে।