স্টাফ রিপোর্টার//রাতুল হোসাইন রায়হান:
“সবার জন্য সর্বত্র সুস্থ কিডনি, প্রাথমিক পর্যায়ে রোগ, প্রতিরোধ ও চিকিৎসা প্রদান করার এবছরের প্রতিপাদ্য নিয়ে বিভাগীয় শহর বরিশালে বিশ্ব কিডনি দিবস ২০২০ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় নগরীর বগুড়া রোডে সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে ও অ্যারিজোনা কিডনি ডায়ালাইসিস সেন্টার বরিশালের ব্যবস্থাপনায় এ কর্মসূচি পালিত হয়েছে। অপারেশন ইনচার্জ মোঃ ইউনুসের সভাপতিত্বে অ্যারিজোনা ডায়ালাইসিস সেন্টারের কিডনি দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাঃ নুসরাত শারমিন। এসময় আরো উপাস্থত ছিলেন এজিএম মোঃ সোহাগ,মোস্তাকিম বিলাহ্ সহ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। এর পূর্বে অ্যারিজোনা ডায়ালাইসিস সেন্টারের সামনে থেকে ব্যানার ফেস্টুন নিয়ে বগুড়া রোড এলাকার বিভিন্ন সড়কে একটি র্যালি করেন তারা। এসময় তারা জানান কিডনি রোগের এই প্রকট অবস্থার জন্য জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে বাংলাদেশ সহ বিশ্বে কিডনি দিবসটি পালিত হয়ে আসছে। শুধু জনগণই নয় পাশাপাশি চিকিৎসক,সেবিকা ও জনস্বাস্থসেবার সঙ্গে জড়িত স্বাস্থকর্মী ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও সরকারের কর্মকর্তা-কর্মচারীদের কিডনি রোগ সস্বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য কিডনি দিবসটি পালন করা হয়। এছাড়া বরিশাল সহ দক্ষিণাঞ্চলে লক্ষাধিক কিডনি রোগে আক্রান্তের রোগী রয়েছে। এর ভিতর গত এক বছরে বরিশাল অ্যারিজোনা ডায়ালাইসিস সেন্টার থেকে পাঁচ শতাধিক কিডনি রোগে আক্রান তরা এখান থেকে সেবা গ্রহন করেছে।