26 C
Dhaka
জুলাই ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা প্রশাসন

বুড়িগঙ্গা-তুরাগ তীরের ৫০ ভবন উচ্ছেদ

বেশ কিছুদিন বিরতির পর বুড়িগঙ্গা নদী ও তুরাগ নদের তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আবারও শুরু হয়েছে। মঙ্গলবার এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আরিফ হাসানাত জানান, রাজধানীর মোহম্মাদপুরের বসিলা এলাকা থেকে কেরানীগঞ্জের মধ্যেরচর এলাকা পর্যন্ত এ আজকের অভিযান চলে। এসব এলাকা থেকে তিন তলা-৫টি, দুই তলা ৪টি, একতলা ১৯টি অর্থাৎ মোট ২৮টি পাকা ভবন উচ্ছেদ করা হয়েছে।

এ ছাড়া উচ্ছেদ করা হয়েছে আধা পাকা ২২টি স্থাপনা। অপরদিকে বাউন্ডারি ওয়াল ৩১টি (১০ দশমিক ৫ একর) ও টিনের টং ঘর ৭টি উচ্ছেদ করা হয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার থেকে শুরু হওয়া অভিযান আগামী ১২ কার্যদিবসে চলমান থাকবে। অভিযানের দ্বিতীয় পর্ব বসিলার নিকটবর্তী বুড়িগঙ্গা তীরে হাইক্কার খাল ও তুরাগের তীরে চন্দ্রিমা উদ্যোন এলাকায় এ অভিযান পরিচালিত হবে। আগামী ২৮ মার্চ পর্যন্ত চারটি পর্যায়ে এ অভিযান চালাবে।

এর আগে, ২৯ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলা অভিযানে বুড়িগঙ্গা ও তুরাগের তীর থেকে ১,৭২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সম্পর্কিত পোস্ট

হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

banglarmukh official

সাংবাদিকরা ভুয়া নিউজ করে আমাদের ১২টা বাজিয়ে দিচ্ছে

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ঢাকার প্রাণ বুড়িগঙ্গা এখন এক নর্দমা

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official

ফিল্মি স্টাইলে আদালত চত্বর থেকে আসামি ছিনতাই চেষ্টা

banglarmukh official