26 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
নারী ও শিশু প্রশাসন

ভোলায় পরকিয়া জেরে ইউএনওকে রাস্তায় পেটালেন স্ত্রী

ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর উপর পরকিয়ার জের ধরে প্রকাশ্যে রাস্তায় হাতাহাতি হয়েছে তার স্ত্রী আফরোজা পারুলের সাথে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার (৬ মার্চ ) সকাল সাড়ে ১০ বোরহানউদ্দিন উপজেলা শহীদমিনারের সামনে ইউএনও কুদ্দুছের স্ত্রী পারুল তার শার্টের কলার দরে গাড়ি থেকে টেনে হিচড়ে তাকে রাস্তায় নামায়। দু’জনের মধ্যে প্রকাশ্যে মারামারির ঘটনা ঘটে। স্থানীয়রা তাদেরকে থামিয়ে দিয়ে গাড়িতে উঠিয়ে দেয়। পরে আব্দুল কুদ্দুছ তাকে বাসায় নিয়ে যায়।

স্থানীয় একাধিক ব্যাক্তি বলেন, ইউএনও’র সাথে এক মহিলা বিষয়ক কর্মকর্তার পরকিয়া প্রেমের জের ধরে রাস্তায় এ ঝামেলা করেন তার স্ত্রী। ৬ মাস আগে ইউএনও আব্দুল কুদ্দুছ প্রমোশন পেয়ে এডিসি হওয়ার পরেও তিনি রিলিজ অর্ডার বন্ধ করিয়েছেন। এরপরেও তিনি নারি কেলেঙ্করির জন্য বোরহানউদ্দিন ছেড়ে যাননি বলে ধারনা করা হচ্ছে। তিনি অরো দুবার বদলি হলেও বোরহানউদ্দিনে ছেড়ে যাননি বলেও একাধিক ব্যাক্তি জানিয়েছেন। তার ক্ষমতার অপব্যাবহার ও অনিয়মের জন্য বোরহানউদ্দিনে একাধিক বার মানববন্ধন ও প্রতিবাদ হলেও বাব বার বদলি বাতিল করে বোরহানউদ্দিনেই থেকে গেছেন তিনি।

এ নিয়ে তার সাথে একাধিকবার কথা বলতে চাইলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার কোয়াটারের পাশে বসবাস করা একাদিক ব্যাক্তি জানিয়েছেন, তার বাসা থেকে নারি কন্ঠের চিৎকার শুনা যাচ্ছে।

বিস্তারিত আসছে……

সম্পর্কিত পোস্ট

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official

দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের যে বার্তা দিলেন সেনাপ্রধান

banglarmukh official

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই: আইজিপি

banglarmukh official

১২ পুলিশ সুপারকে বদলি

banglarmukh official

মামলা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে এসআই প্রত্যাহার

banglarmukh official