মে ১১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা প্রশাসন

সাংবাদিক শফিউল আলম রাজার স্বাভাবিক মৃত্যু: পুলিশ

সাংবাদিক ও সঙ্গীতশিল্পী শফিউল আলম রাজার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানানো হয়েছে।

রোববার পল্লবীর ৫/৬ কলতান সঙ্গীত একাডেমির তৃতীয় তলায় মিরপুর জোনের এডিসি শাহিন শাহ মাহমুদ সাংবাদিকদের এমন কথা বলেন।

এডিসি বলেন, বেলা আড়াইটার দিকে বাসার মালিক আমাদের ফোন দিয়ে শফিউল আলম রাজার মৃত্যুর সংবাদ জানিয়েছেন। এরপর আমাদের একটি টিম ঘটনাস্থলে এসে মৃত্যুর কারণ খুঁজতে প্রাথমিক তদন্ত করা হয়।

তিনি বলেন, মৃত ব্যক্তির শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি একটি স্বাভাবিক মৃত্যু বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।

শাহিন শাহ মাহমুদ আরও বলেন, পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে শফিউল আলম রাজা দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। এ কারণে ধারণা করা হচ্ছে হৃদরোগে তার মৃত্যু ঘটতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি পুলিশের তদন্ত কাজ চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

মৃত ব্যক্তির ময়নাতদন্ত করা হবে কি না- এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত মৃত ব্যক্তির স্বাভাবিক মৃত্যু ধারণা করছি। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্তের আপত্তি যদি না থাকে তাহলে আমাদেরও কোনো আপত্তি থাকবে না।

raja

এদিকে শফিউল আলম রাজার ছোট ভাই আশরাফুল বলেন, রাত সাড়ে ৮টায় পল্লবীতে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাত সাড়ে ৯টায় সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দ্বিতীয় জানাজা হবে।

এরপর আজ রাতেই তার মরদেহ কুড়িগ্রামের চিলমারীতে নিয়ে যাওয়া হবে। সেখানে শেষ ধাপে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

১৯৯৮ সাল থেকে দৈনিক জনকণ্ঠসহ বিভিন্ন দৈনিকের বিনোদন পাতায় লেখালেখি করতেন শফিউল আলম রাজা। ২০০২ সালে দৈনিক জনতায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। পরে দৈনিক অর্থনীতি ও যুগান্তরে কাজ করেন। সর্বশেষ অনলাইন নিউজ পোর্টাল প্রিয়ডটকমের প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কুড়িগ্রামে জন্ম নেয়া শফিউল আলম রাজা শ্রোতা-দর্শকের কাছে ‘ভাওয়াইয়া রাজা’ নামেও পরিচিত ছিলেন। মিরপুর সাড়ে ১১-তে ‘কলতান’ নামের তার একটি গানের স্কুল রয়েছে। তার অসংখ্য গান রয়েছে। শফিউল আলম রাজা ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য। সংগঠনটির সাবেক সাংস্কৃতিক সম্পাদকও ছিলেন।

সম্পর্কিত পোস্ট

হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

banglarmukh official

সাংবাদিকরা ভুয়া নিউজ করে আমাদের ১২টা বাজিয়ে দিচ্ছে

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ঢাকার প্রাণ বুড়িগঙ্গা এখন এক নর্দমা

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official

ফিল্মি স্টাইলে আদালত চত্বর থেকে আসামি ছিনতাই চেষ্টা

banglarmukh official