নিউজ ডেস্ক:
সাভারের হেমায়েতপুরে রিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে স্বামী শহিদুল ইসলাম পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার সকালে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধূ জয়নাবাড়ি এলাকার মৃত সামসুল হকের মেয়ে। নিহতের স্বামী শহিদুল ইসলামের বাড়ি বরিশাল জেলায়।
নিহত ওই গৃহবধূর স্বজনদের অভিযোগ, রিনা রাজধানীর শেরেবাংলানগর এলাকার জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালের আয়া ও তারা স্বামী শহিদুল ইসলাম একই হাসপাতালে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। সেখানে তাদের পরিচয় ও প্রণয়ের পর তিন বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার আগেও রিনার নিকট থেকে বিভিন্ন ব্যবসার কথা বলে তার স্বামী শহিদুল প্রায় ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
বুধবার রাতে ও আজ সকালে এ বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে রিনাকে পিটিয়ে আহত করে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় স্বামী শহিদুল। পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম সায়েদ জানান, ঘটনাস্থলে পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ ও তদন্তের পর ঘটনার প্রাথমিক সত্যতা মিলেছে। এঘটনায় নিহতের পলাতক স্বামী শহিদুলকে আটকের চেষ্টা চলছে। থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।