স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
ঝালকাঠি জেলাস্ত কাঠালিয়া উপজেলার বড় একটা বাজারের নাম হচ্ছে আমুয়া বাজার৷ আমুয়া বাজার থেকে কঠালিয়া হয়ে ভান্ডারিয়া আসার মহাসড়ক একটি যেটা বরিশাল তথা ঢাকার সাথে কানেক্টেড। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষের চলাচল।
ছবি: শাওন অরন্য।
আমুয়া বাজার থেকে কাঠালিয়া পর্যন্ত রাস্তা ভয়ানক ভাবে ভাঙ্গা। অনেক ঝুকি নিয়ে প্রতিদিন হাজারো লোকের চলতে হয় এই পথে। প্রতিদিনি ছোট বা বড় দুর্ঘটনা লেগেই থাকে। প্রায় পায় রাস্তার ভিতর বড় বড় গর্তের কারনে গাড়ির চাকা ফেসে সৃস্টি হয় জানযট সহ নানা ঝামেলা।
বছরের পর বছর ধরে চলছে এই সমস্যা,যার কোন সমাধান পাচ্ছে না সাধারন জনগন। নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় জনগন জানান, অনেক বছর ধরে কোন উন্নয়ন নেই। রাস্তার ঠিক করার জন্য কারো কোন উদ্যোগ নেই।শুধু এপ্রিল-মে মাস আসলে বীল নেয়ার জন্য অল্প কিছু মানুষ দেখা যায় যারা কোদাল বেলচা নিয়ে রাস্তায় ঠোকাঠুকি করে। জুন-জুলাইতে বীল পাইলে আর কোন খোজ খবর থাকে না সারা বছর।