স্টাফ রিপোর্টার//শাওন অরন্য:
বর্নিল আয়োজনের মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশে সফলভাবে গতাকাল( ০৫ এপ্রিল) শুক্রবার সম্পন্ন হলো খান সন্স গ্রুপের অলিম্পিক সিমেন্ট লিমিটেডের চৈতালী উৎসব।
ছবি: শাওন অরন্য।
বরাবরের মত এবছরও অলিম্পিক সিমেন্ট লিমিটেড তাদের কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে আয়োজন করছে এক বিশাল আনন্দ সম্ভার যেখানে কোম্পানির সবাই নৌভ্রমনে গিয়ে আনন্দ করবে।
ছবি: শাওন অরন্য।
উক্ত চৈতালী উৎসবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান আনিকা রহমান সহ কোম্পানির সবাই।
এ উৎসবে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। তার পাশাপাশি আয়োজন করা হয় র্যাফেল ড্র। খেলা ধুলায় ও র্যাফেল ড্র তে নানা ধরনের পুরস্কারের ব্যবস্থা করা হয়। আনন্দ বিনোদনের জন্য নাচ ও গানের ব্যবস্থা করা হয়,নাচের জন্য আনা হয় বরিশালের বিখ্যাত থ্রি এস ড্যান্স গ্রুপ। এবং গানের জন্য আনা হয় সংগিত পরিচালক ইমন খান, কন্ঠ শিল্পী আনিকা,বর্ষা সহ আরো অনেককে।
ছবি: শাওন অরন্য।
পুরুস্কার বিতরনির মাধ্যমে রাত ৯টায় এই চৈতালী উৎসবের সমাপ্তি হয়।