স্টাফ রিপোর্টার// জুবায়ের হোসাইন: সম্মানিত পুলিশ সুপার, ফাতিহা ইয়াসমিন ঝালকাঠি ‘মহোদয়ের নির্দেশনায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য মনিটরিং এবং সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে জেলা পুলিশের চেকপোস্ট পরিচালনা।
এ সময় তিনি কিছু অসচেতন নাগরিকদের উদ্দেশ্যে করে তাদের বলেন
(আপনাদের মতো বেশীরভাগ লোকই তুচ্ছ অজুহাতে বাইরে বের হচ্ছেন। আপনাদের আর কবে শুভ বুদ্ধির উদয় হবে?? দেশের আর কত লোক আক্রান্ত হলে কিংবা আর কত লোকের মৃত্যু হলে আপনারা ঘরে থাকবেন!!)
এছাড়াও তিনি ঝালোকাঠী সদর ও তার অনন্য থানা গুলোর সার্বিক খোঁজ খবর নেন।