স্টাফ রিপোর্টার//শাওন অরন্য:
আজ ১৯ এপ্রিল শুক্রবার সকাল ৫টা ৩০ মিনিটের দিকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)এ্যাড. গিয়াস উদ্দিন কাবুল ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান। বেশ কিছুদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীণ ছিলেন তিনি।
আত্মীয়সুত্রে জানা যায়,আজ আসরের নামাজের পর বরিশাল জিলা স্কুলের মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে ঢাকায়।
উল্লেক্ষ্য,গিয়াস উদ্দিন কাবুল বরিশালে গত ১০ বছর ধরে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এর দায়িত্ব পালন করে আসছেন। গিয়াস উদ্দিন কাবুল বরিশাল আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক হিসেবে অনেকদিন দায়িত্ব পালন করেছেন। তাছারাও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সম্পাদক ছিলেন তিনি।