বৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরু

প্রতিবেদক
banglarmukh official
এপ্রিল ২০, ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখী মানুষের কথা চিন্তা করে প্রায় ১০ মাস বন্ধ থাকার পর পদ্মা সেতুতে দ্বিতীয়বারের মতো মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার মাওয়া টোল প্লাজা থেকে শুরু হয় মোটরসাইকেল চলাচল। সকাল থেকে এ পর্যন্ত ২ হাজার ৭৫৫টি মোটরসাইকেল পার হয়েছে বলে নিশ্চিত করেছেন সেতু বিভাগের যুগ্ম সচিব মো. ভিখারুদ্দৌলা চৌধুরী।

এদিকে ভোর রাত থেকেই মোটরসাইকেল আরোহীদের ঢল নামে টোলপ্লাজা প্রান্তে। নির্দিষ্ট লেনসহ মাওয়া টোল প্লাজার দুইটি বুথ দিয়ে আদায় করা হচ্ছে টোল।দীর্ঘদিন পর সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছে তারা। এসময় একে অন্যকে নিয়ম মানার বিষয়ে উৎসাহ দেওয়ার চিত্র দেখা যায়।

সেতু বিভাগের যুগ্ম সচিব মো. ভিখারুদ্দৌলা চৌধুরী জানান, মোটরসাইকেলে টোল আদায়ে একটি কাউন্টার ব্যবহারের কথা থাকলেও বাড়তি চাপের কারণে দুটি কাউন্টার দিয়ে টোল আদায় করা হচ্ছে। প্রতি মিনিটে দুটি কাউন্টার দিয়ে ২৫-৩০টি মোটরসাইকেল সার্ভিস এরিয়া লেন দিয়ে পদ্মা পার হচ্ছে।

তিনি আরও বলেন, ‘সকাল ৬টা থেকে ৮টা ১০মিনিট পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ২ হাজার ৭৫৫টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।

তবে সকাল সাড়ে ৮টার পর থেকে মোটরসাইকেলের চাপ নেই বললেই চলে। কয়েক মিনিট পর পর একটি দুটি করে মোটরসাইকেল টোল পরিশোধ করে পদ্মা পাড়ি দিচ্ছে। অন্যদিকে গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনের কোনো চাপ নেই টোল প্লাজা এলাকায়।’

সর্বশেষ - আন্তর্জাতিক