স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
পাবজি খেলায় ব্যস্ত থাকার কারনে প্রেমিকার এস এম এস এর রিপ্লাই দেয়নি প্রেমিক,তাই প্রেমিকের ল্যাপটপ ভেংগে ফেলল তার প্রেমিকা।
দুপুরবেলা প্রেমিক প্রেমিকার মধ্যে প্রেমালাপ চলছিল হোয়াটস অ্যাপে। কিন্তু হঠাৎ করেই প্রেমিকাকে রিপ্লাই করা বন্ধ করে দেন প্রেমিক। অনেকগুলো এসএমএস করেন প্রেমিকা। প্রেমিকের কাছ থেকে কোনো রিপ্লাই পাচ্ছিলেন না তাই খুব বিরক্ত হয়ে যান প্রেমিকা। মোবাইলে কলও করেন অনেকবার। কিন্তু তাতেও লাভ হয়নি ফোন কেটে দেন বার বার প্রেমিক।
অবশেষে রাগের মাথায় প্রেমিকের বাড়ি চলে যান প্রেমিকা। গিয়ে দেখেন ল্যাপটপে পাবজি খেলায় মগ্ন তার প্রেমিক। এটা দেখে রাগে মাথা ঠিক রাখতে পারেননি প্রেমিকা, তাই আছাড় মেরে ভেঙে ফেলেন প্রেমিকের ল্যাপটপ।
সম্প্রতি এই ঘটনা ঘটেছে প্রতিবেশি দেশ ভারতের বিহার প্রদেশের ভাগলপুরে। পাবজি গেমের নেশা দিন কে দিন বেড়েই চলছে। ছোট থেকে বড় সবাই মেতে আছে এই গেমে। এই গেমের ক্ষতিকারক প্রভাব নিয়ে অনেকবারই কথা উঠেছে নেটদুনিয়া। প্রস্তাব এসেছে গেমটি ব্যান করে দেয়ার। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।