31 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল রাজণীতি শিক্ষাঙ্গন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগের আহবান জানালেন ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারী গোলাম রব্বানী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এস এম ইমামুল হককে পদত্যাগের আহ্বান জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে এই আহ্বান জানান।

ববি ভিসিকে উদ্দেশ্যে করে লেখেন, ‘স্যার, এবার সন্তানতুল্য শিক্ষার্থীদের দারির প্রতি সম্মান দেখিয়ে বিদায়ের প্রস্তুতি নিন। ওদের আর ক্লাসের বাইরে, রাজপথে রাখবেন না প্লিজ।

ভিসির পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালাটির অচলাবস্থা কাটছে না। আন্দোলনের কারণে ভিসি ছুটি নিয়েছে।কিন্তু তার পরেও পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ববি’র শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের পাশাপাশি এবার শিক্ষকরাও আন্দোলন শুরু করেছেন।

অন্যদিকে শনিবার ছুটির দিন হলেও সকাল ১১টা থেকে প্রশাসনিক ভবনের নিচ তলায় অবস্থান কর্মসূচি পালন করে।

উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হাসিনুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ২৬ মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯’ উদযাপন উপলক্ষে উদ্ভুত ঘটনার প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে উপাচার্যের প্রদত্ত ক্ষমতাবলে ২৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ক্লাস, পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং ঐদিন বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার ঘোষণা করা হয়।

তবে শিক্ষার্থী ভিন্ন অভিযোগ করে জানিয়েছে, সদ্য শেষ হওয়া ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আমন্ত্রণ না জানালে এর প্রতিবাদ করায় উপাচার্য নিজেই শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে অভিহিত করে। এই থেকেই শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলনের সূত্রপাত।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official