27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল রাজণীতি

বরিশাল সদর উপজেলার গ্রামগুলো শহরে রুপান্তরিত করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতি মন্ত্রী ও বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বলেছেন, আমাদের চিকিৎসক ও সেবিকারা যদি একটু আন্তরিকভাবে সেবা দেন তাহলে দেশে চিকিৎসা সংকট আছে বলে মনে হবেনা।

পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন- বরিশালে একটি চক্ষু হাসপাতাল নির্মাণের পাশাপাশি বরিশাল সদর হাসপাতালকে দৃষ্টি নন্দন হাসপাতালে পরিনত করা হবে।

তিনি বলেন, বরিশাল শহরে থাকবে না কোন সন্ত্রাস, মাদক ব্যবসায়ী। পাশাপাশি খুন ও রাহাজানী বন্ধ করা হবে।

তিনি আরো বলেন আগামী ৬ মাসের মধ্যে বরিশাল সদর উপজেলার গ্রামগুলোকে শহরে রুপান্তরিত করা হবে।
তাই আমরা সকলেই মিলে দলাদলি ভুলে গিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলার দেশটাকে গড়ে তোলার জন্য ঐক্যবদ্বভাবে এগিয়ে এসে কাজ করার আহবান জানান।

আজ শনিবার (২০ই এপ্রিল) বেলা ১২ টায় বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বরিশাল জেলা প্রশাসক এস.এম.অজিয়র রহমানের সভাপতিত্বে সমাপনিী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ আব্দুর রহিম, বরিশাল পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডাঃ মোঃ জসিম উদ্দিন, বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ডিসি ডিবি) মোঃ মোয়াজ্জেম হোসেন ভূঞা, বরিশাল জেলা পলিশের অতিরিক্ত সুপার মোঃ রাকিব।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি পানি সম্পদ প্রতি মন্ত্রী আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একটি দেশে পরিনত হয়েছে।

প্রধান মন্ত্রীর সুচিন্তা দেশে যেমন অর্থনৈতিক প্রবৃদ্বি বেড়েছে তেমনি দেশের গ্রাম-গঞ্জের মানুষ দিন দিন স্বাভলম্ভি হচ্ছে।

অনুষ্ঠান সঞ্চলনা করেন বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মোনোয়ার হোসেন।

এর পূর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি পানি সম্পদ প্রতি মন্ত্রী মঞ্চে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছ জানান জেলা ডিপুটি সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ হাসান।

স্বাস্থ্য সেবা অধিকার প্রধানমন্ত্রীর অঙ্গীকার এ শ্লোগান নিয়ে গত ১৬ই এপ্রিল থেকে ২০ই এপ্রিল ৫দিনব্যাপি জাতীয় স্বাস্থ্য সেবা কার্যক্রম বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় পালিত হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official