বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ইয়ন মরগানকে অধিনায়ক করে ১৫ জনের সেই দলে জায়গা হয়নি জোফরা আর্চারের।
নতুন অভিবাসন আইন অনুযায়ী বার্বাডোজে জন্ম নেওয়া আর্চারের ইংল্যান্ডের হয়ে খেলতে আর কোনো বাধা নেই। তবে শেষ পর্যন্ত ১৫ জনের দলে নেওয়া হয়নি এই পেসারকে।
তবে আর্চারের জন্য এখনও ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ কিন্তু রয়েছে। বিশ্বকাপের আগে পাকিস্তান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ রয়েছে ইংল্যান্ডের। ওই দুই প্রস্তুতি ম্যাচে দলে রাখা হয়েছে এই পেসারকে। সেখানে ভালো করলে জায়গা পেতেও পারেন আর্চার। কেননা, ২৩ মে পর্যন্ত দল পরিবর্তন করার সুযোগ রেখেছে আইসিসি।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল-
ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কুরান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।