বাংলার মুখ টুয়েন্টিফোর ডটকমঃ
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি থাকছে না বলে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে ছাত্রলীগের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
এরপর ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন তাদের ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের বিষয় জানান। ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন জানান, মন্ত্রিপরিষদ সচিবকে এ বিষয়ে ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।
এবং এ সংক্রান্ত কাজও শুরু করা হয়েছে। ‘প্রধানমন্ত্রী হয় নিজে এসম্পর্কে ঘোষণা দেবেন, নয়তো এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়, বলে জানা যায়।