নিউজ ডেস্ক:
বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের গৌহার গ্রাম ও ছয়গ্ৰাম বাজারের দর্জি মোঃ এমদাদুল বেপারীর দুই বছরের শিশু পুত্র জোবায়ের খেলতে গিয়ে সবার অজান্তে আজ শনিবার (১৩ এপ্রিল) দুপুরে বাড়ির পেছনের পুকুরে ডোবায় পরে যায়।
তার পরিবার ও বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোজাখুজি করে জোবায়েরকে বাড়ির পেছনের পাশের পুকুর থেকে ভাষমান অবস্থায় উদ্ধার করে পাশ্ববর্তী ছয়গ্ৰাম বাজারের ডাক্তারের কাছে নিয়ে আসলে ডাক্তার জোবায়েরকে মৃত্যু ঘোষণা করেন।
তার মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।