শেখ সুমন :
সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে নগরীর ৩০টি ওয়ার্ডে ইউনিট কমিটি গঠনের উদ্যোগে নিয়েছে মহানগর আওয়ামী লীগ। রোববার থেকে এ ইউনিট কমিটির যাত্রা শুরু করেছে। প্রথম দিন ১০ নং ওয়ার্ড ও ১৬ নং ওয়ার্ডে কমিটি গঠনের মধ্য দিয়ে এ ইউনিট কমিটি সদস্য সংগ্রহে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।
ইউনিট কমিটি গঠনে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড: গোলাম আব্বাস চৌধুরী দুলাল,সাধারন সম্পাদক এ্যাড: জাহাঙ্গীর, যুগ্ম সাধারন সম্পাদক যুবরত্ন সেরনীয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ অন্নান্য নেতৃবৃন্দ।
মহানগর আ’লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, ইউনিট কমিটি হবে তৃনমুল আ’লীগের প্রান শক্তি। তারা সব ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করবেন। নির্বাচনকে কেন্দ্র করে এই কমিটিতে সব শ্রেনীর মানুষ থাকবে বলে তিনি আশা করেন।
যুগ্ম সাধারন সম্পাদক যুবরত্ন সেরনীয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, ইউনিট কমিটি নির্বাচনকে কেন্দ্র করে কাজ করে যাবে।নির্বাচনকে কেন্দ্র করে এই কমিটিতে সব শ্রেনীর মানুষ থাকবে ।
নগরীর ১৬ নং ওয়ার্ডে সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিরাজ বলেন, বিকাল ৪ টায় ১০ নং ওয়ার্ডে এ কমিটি আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়। সন্ধ্যা ৭ টায় ১৬ নং ওয়ার্ডে অনুরূপ কার্যক্রম পরিচালনা করে।এ কার্যক্রম শেষ হবে ১ম মে।
তিনি বলেন, ইউনিট কমিটি ভোটারদের সাথে যোগাযোগ রাখবে। নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন করবে। মহানগর আ’লীগের দপ্তর সম্পাদক হুমায়ন কবির বলেন, ইউনিট কমিটি পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডেই গঠন করা হবে। সাংগঠনিক শক্তি বৃদ্ধিই এ কমিটি গঠনের প্রধান উদ্দেশ্য। আগামী জাতীয় ও সিটি নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সাথে যোগাযোগ বৃদ্ধিতে এ ইউনিট কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এব্যপারে মহানগর আ’লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, ইউনিট কমিটি হবে তৃনমুল আ’লীগের প্রান শক্তি। তারা সব ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করবেন। নির্বাচনকে কেন্দ্র করে এই কমিটিতে সব শ্রেনীর মানুষ থাকবে বলে তিনি আশা করেন।