হুজাইফা রহমানঃ
আর মাত্র দুদিন পর বাংলা নববর্ষ। বৈশাখী উৎসব আয়োজনে বরিশাল নগরজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। রাখি উৎসব ও মঙ্গল শোভাযাত্রার জন্য উদীচীর কর্মীরা হাতপাখা, ক্যাপ, মুখোশ, হাতি, হাঁস, অশুভ শক্তির প্রতীক প্যাঁচা এবং বয়স্ক দাদার সাথে মেলায় যাওয়ার প্রতীক তৈরী করেছেন। সরেজমিনে দেখা গেছে, দিন-রাত ব্যস্ত সময় কাটাচ্ছেন বৈশাখী মেলা ও মঙ্গল শোভাযাত্রার আয়োজক সংগঠন উদীচী, বরিশাল নাটকের কর্মীরা। এখন শেষ মূহূর্তের রং-তুলির কাজ করছেন তারা।
সর্বজনীন প্রভাতি অনুষ্ঠান, রাখি উৎসব, মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে ওই উপকরণ তৈরিতে ব্যস্ত সময় কাটছে উদীচী ও বরিশাল নাটকের কর্মীদের। অশুভ শক্তির বিনাশ এবং অতীতের জরাজীর্নতা পেছনে ফেলে পৃথিবীর সকল মানুষের মঙ্গল কামনার উদ্দেশ্যে গত ৩৫ বছর ধরে মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজন করে আসছে বরিশাল উদীচী।
এই ধারাবাহিকতায় এবারও ৩৬তম মঙ্গল শোভাযাত্রা বের করার প্রস্তুতি নিয়েছে উদীচী। প্রতিবছরের মতো এবারও সকাল সাড়ে ৬টায় বিএম স্কুল মাঠে প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার শুরু হবে। এরপর ঢাক উৎসব, রাখী বন্ধন, উত্তরীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সকাল সাড়ে ৮টায় মঙ্গল শোভাযাত্রা বের করবে উদীচী। এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিএম স্কুল মাঠে ৩ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।