পয়েন্ট টেবিলের দুই দলই অবস্থান করছে সমান্তরালে। তবু নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষস্থান দখলে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। তবে ম্যাচ জয়ে পিছিয়ে নেই কলকাতার সমান ৫ ম্যাচ খেলে ৪ জয় পাওয়া চেন্নাই সুপার কিংস।
আজ (বুধবার) চেন্নাইয়ের ঘরের মাঠ এমএ চিদম্বরম স্টেডিয়ামে এককভাবে শীর্ষে ওঠার লড়াইয়ে নামছে দুই দল। যে দল জিতবে তারাই এগিয়ে যাবে, উঠে যাবে পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানে, এককভাবে।
এমন ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস। স্বাগতিকদের আমন্ত্রণে আগে ব্যাটিং করতে নামবে কলকাতা নাইট রাইডার্স। দুই দলের একাদশই অপরিবর্তিত রয়েছে।
কলকাতা একাদশ: সুনিল নারিন, ক্রিস লিন, রবিন উথাপ্পা, নিতিশ রানা, শুভমান গিল, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, পিয়ুশ চাওলা, কুলদ্বীপ যাদভ, হ্যারি গার্নি এবং প্রাসিদ কৃষ্ণা।
চেন্নাই একাদশ: ফাফ ডু প্লেসিস, শেন ওয়াটসন, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, কেদার যাদভ, মহেন্দ্র সিং ধোনি, রবিন্দ্র জাদেজা, স্কট কুগলেন, দীপক চাহার, হরভজন সিং এবং ইমরান তাহির।