স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
সালাম শিপিং লাইন্স লিমিটেড পরিচালিত বরিশাল-ঢাকা রুটের আধুনিক ও বিলাসবহুল নৌযান এম ভি মানামীর যাত্রা শুরু হল। উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাননীয় নৌ-প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী।
ক্লাসিক ডিজাইন,মজবুত বডি স্ট্রাকচার,অনিন্দ্য সুন্দর ইন্টেরিওর,সুন্দর কাঠের কারুকার্য, ভি.আই.পি কেবিন এবং করিডোরে ভিন্ন ধাচের লাইটিং বলে দিচ্ছে এম ভি মানামী সালাম শিপিং লাইন্সের একটি অনবদ্য সৃষ্টি… নিজেদেরকে অন্যান্য সকল লঞ্চ থেকে আলাদা করে রাখার জন্য এম ভি মানামী কর্তৃপক্ষ নিজস্ব ওয়েবসাইট ও এপ এর মাধ্যমে কেবিন বুকিং পদ্ধতি চালু করেছে। সালাম শিপিং লাইন্স এর চেয়ারম্যানের কনিষ্ঠ কন্যা মিস মানামী এর নামে এম ভি মানামীর নামকরণ করা হয়েছে।
লঞ্চটিতে জাপানি ডাইহাটসু কোম্পানির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এম ভি মানামী বরিশাল থেকে প্রতি ইংরেজি মাসের বিজোড় তারিখ ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে এবং প্রতি মাসের জোড় তারিখে ঢাকা থেকে বরিশালের উদ্দ্যেশ্যে ছেড়ে আসবে।