স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
পিরোজপুরে গতকাল ১৮ এপ্রিল বৃহস্পতিবার রাতে সুরভী আক্তার (৪০) নামে এক নারীর অটোরিকশায় ওড়না পেচিয়ে যাবার কারনে মৃত্যু হয়।
পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট বন্দরে নিহত সুরভীর বাড়ি। তার স্বামীর নাম শাহীন মুন্সি।
আত্মীয় সূত্রে জানা যায়, সুরভী আক্তার কেনা কাটার জন্য পরিবারের সদস্যদের নিয়ে পিরোজপুর শহরে আসেন। কেনাকাটা শেষে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে পিরোজপুর-পাড়েরহাট সড়কের ভাইজোড়া নামকস্থানে অটোরিকশার সাথে গলার ওড়না পেচিয়ে ফাঁস পরে সুরভীর। অটোরিকশায় থাকা আত্মীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসে।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।