32 C
Dhaka
মে ১০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা প্রশাসন

কক্সবাজারের জিলানী মার্কেটে আগুন

কক্সবাজার শহরের লালদীঘির দক্ষিণ পাড়ে জিলানী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বেলা সোয়া ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার এক ঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সিগারেটের নিক্ষিপ্ত অংশ কিংবা মার্কেটের পাশের ব্যাচেলর রুমের রান্নার চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদশীরা জানান, হঠাৎ জিলানী মার্কেটের ছাদের ওপর দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখে মার্কেটের ব্যবসায়ীরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে লালদীঘির পানি দিয়ে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। তবে এ ঘটানায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে যায় মার্কেটের নিচতলার রিচম্যান-লুবনান শো-রুম, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, অগ্রণী ব্যাংক, পত্রিকা অফিস সমেত আসাদ কমপ্লেক্স ও বিরাম হোটেলসহ শত শত ব্যবসা প্রতিষ্ঠান।

fire-2

মার্কেটের ব্যবসায়ীরা জানান, জিলানী মার্কেটের ছাদে ছেঁড়া কাপড়, ভাঙা ককশিট ও প্লাস্টিক পণ্যসহ নানা জিনিস জমিয়ে রাখা হতো। ব্যাচেলর বাসায় রান্না করতেন কেউ কেউ। আবার আবাসিক রুমেও মাদক সেবন চলতো। কেউ হয়তো সিগারেট খেয়ে শেষ অংশটি ফেলে দেয়ায় আগুন লেগে গেছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাফায়াত হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। যদি পাশের লালদীঘির পানি না থাকতো, তাহলে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়তো। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের নিক্ষিপ্ত অংশ কিংবা ব্যাচেলর বাসার গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। এর সঠিক কারণ উদঘাটনে অনুসন্ধান চলছে। ক্ষয়ক্ষতিসহ বিস্তারিত পরে জানানো হবে।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official