করোনা ভাইরাস মােকাবেলায় ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক কার্যক্রম চালাচ্ছে বরিশাল রেঞ্জ পুলিশ। রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলামের সরাসরি তত্ত্বাবধায়নে বিভাগের সবজেলায় সার্বক্ষণিট টহল ও ত্রাণ সহায়তা চালিয়াচ্ছে। আজ মঙ্গলবার রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে প্রেরিত এক ই-মেইল বার্তায় এই তথ্য জানােনা হয়।
রেঞ্জ অফিস জানিয়েছেন-বরিশাল, পটুয়াখালী , ভোলা, পিরোজপুর , ঝালকাঠি ও বরগুনা জেলায় করোনার বিস্তার রোধে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ ও কর্মহীন দরিদ্র মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে লকডাউন, মানুষের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, সংশ্লিষ্ট এলাকায় যেন কোনভাবেই অপরাধ না বাড়ে তা নিশ্চিত করা এবং অসহায় মানুষকে সহায়তা করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী গতকাল ৬ জেলায় ব্যাপক তৎপরতায় চালায় পুলিশ।