রাকিব সিকদার নয়ন:
বরিশাল নগরের কাশীপুর গার্লস হাইস্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষনের প্রতিবাদে এবং অভিযুক্তদের ফাসির দাবীতে বরিশালে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বরিশালের বিভিন্ন স্কুল ও কলেজের আয়োজনে সোমবার বেলা ১১ টায় কাশীপুর গার্লসস্কুল এন্ড কলেজের সামনে ঢাকা বরিশাল মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এ মানব বন্ধনে বিভিন্ন মহলের লোকজন উপস্থিত ছিলেন, তারা ধর্ষকদের সর্বচ্চো শাস্তি দাবি করেছেন।
গত শুক্রবার সকালে বিএম কলেজের সামনের একটি মেসে সহপাঠীর কাছে নোট নিতে আসা কাশীপুর হাইস্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে (১৭) কলেজ রো’র একটি ছাত্র মেসে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে তারা। খবর পেয়ে পুলিশ ওই ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করে। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে ধর্ষিতার পরিবার। আর পুলিশ ওইদিনই মামলায় অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করে