নিজস্ব প্রতিবেদক :;
বরিশাল নগরীতে ৫ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার পূর্ব ডুমুরিয়া বেপারিবাড়ির বাসিন্দা মো. আলমগীর (২৫) ও খুলনা দৌলতপুর রেলগেটের বাসিন্দা সুধীর চন্দ্র শীল (৩২)।
শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল কর্তৃপক্ষ।
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী জানান, বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করা হয়।
এসময় তাদের অপর সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত লোকমান হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।