গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের বাবা বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক শেখ মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর।
রবিবার সকাল ৭টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে সকাল ১০টার দিকে ২৪ বেইলী রোডে মন্ত্রীর বাসভবনে মরহুমের জানাজা সম্পন্ন হয়। এতে মরহুমের স্বজন-শুভানুধ্যায়ীদের পাশাপাশি মন্ত্রীর সহকর্মীরা উপস্থিত ছিলেন।
জানাজার আগে বাবার রুহের মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চান শ ম রেজাউল করিম।