ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর গুলিস্তানে যে ককটেল বিস্ফোরণ হয়েছে, সেটি অনেক বেশি শক্তিশালী ছিল।
আজ সকাল সাড়ে ১১টার দিকে ককটেল বিস্ফোরণে আহত পুলিশ সদস্যদের দেখে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার সময় ডিএমপি কমিশনার এ কথা জানান।
ডিএমপি কমিশনার আরও বলেন, উগ্রবাদ ইস্যুকে কেন্দ্র করে কোন মহল উদ্দেশ্য হাসিলের জন্য এই কাজটি করেছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।